ভক্সের অভিবাসী বিতাড়নের ঘোষণার প্রতিবাদে মাদ্রিদে শান্তিপূর্ণ প্রতিবাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গাজা লড়াইয়ের মাঝে নিজেদের সেনা আত্মহত্যায় উদ্বিগ্ন ইজরায়েল মাত্র ৯ বছর বয়সেই হাতে কোরআন লেখার বিরল কৃতিত্ব অর্জন শিশু মাদলাজের শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক তাবলিগ জামাত করোনা ছড়ায়নি — রায় দিল আদালত ড. মুহাম্মদ ইউনূস সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন করলেন বাংলাদেশে তদন্ত, লন্ডনে সম্পদ লেনদেন: হাসিনার ঘনিষ্ঠরা রাডারের নিচে! নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে দুদিনব্যাপী গবেষণা সেমিনার  শেকৃবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণা বিইউপি শিক্ষার্থী কবেরি হালদার কঙ্কার আন্তর্জাতিক সাফল্য ভক্সের অভিবাসী বিতাড়নের ঘোষণার প্রতিবাদে মাদ্রিদে শান্তিপূর্ণ প্রতিবাদ

ভক্সের অভিবাসী বিতাড়নের ঘোষণার প্রতিবাদে মাদ্রিদে শান্তিপূর্ণ প্রতিবাদ

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

সম্প্রতি স্পেনের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ভক্স ঘোষণা করেছে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশটিতে বসবাসরত প্রায় ৮ মিলিয়ন অভিবাসী এবং তাদের সন্তানদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই বক্তব্যকে কেন্দ্র করে স্পেনজুড়ে শুরু হয়েছে বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী শান্তিপূর্ণ আন্দোলন।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় স্পেনের রাজধানী মাদ্রিদের পুয়ের্তা দেল সোল চত্বরে আয়োজিত এমন এক প্রতিবাদে অংশ নেয় স্থানীয় স্প্যানিশ নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি অভিবাসীদের সংগঠন ‘ভালিয়ান্তে বাংলা’। সংগঠনটি এই কর্মসূচিতে ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেয়।

এ সময় ‘ভালিয়ান্তে বাংলা’র সভাপতি ফজলে এলাহি বলেন:

“কোনো মানুষই অবৈধ নয়, আমরা সবাই সমান!
তুমি বারবার বলো আমরা যেন স্পেন ছেড়ে যাই… কিন্তু স্পেন কি তোমার বাপ-দাদার সম্পত্তি?
স্পেন তোমার উত্তরাধিকার নয় — এটি আমাদের সবার। তোমার বাবা কিংবা দাদা এই ভূমির মালিক নয়। স্পেন সেইসব মানুষের, যারা এখানে বসবাস করে।”

তিনি আরও বলেন, অভিবাসীদের সকলের জন্য বৈধ কাগজপত্র ও স্বীকৃত অধিকার নিশ্চিত করতে হবে, যাতে তারা সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস দেশটির সংসদে বক্তব্য রাখেন এবং ভক্স নেতাদের উদ্দেশ করে প্রশ্ন করেন:

“আপনারা অভিবাসীদের এত ঘৃণা করেন কেন? তাদের অপরাধ কী? তারা তো শুধু থাকতে চায়, কাজ করতে চায়, তাদের পরিবারকে সাহায্য করতে চায়।”

তিনি অভিবাসীদের ভূমিকার প্রশংসা করে বলেন, “তারা আমাদের দেশে বিভিন্ন খাতে কাজ করছে এবং স্পেনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ তা সমর্থন করে। স্পেনে বসবাসরত অভিবাসীদের অনেকেই আশা করছেন, এমন অবস্থান ও প্রতিবাদ আগামী দিনে একটি আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT