জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতিতে জড়িয়ে পড়তে বাধ্য করা তাদের ওপর জুলুম ও অন্যায়। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কলেজ-ভার্সিটির ছাত্রদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, যা তাদের অধিকারবিরোধী। শুধু বড় রাজনৈতিক দল নয়, ইসলামি সংগঠনগুলোকেও এ সমালোচনার বাইরে রাখা যায় না। ছাত্রদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অন্যায়।
এসময় তিনি নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে “নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আমাদের করণীয়” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার।
সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে বাস্তব উদাহরণ টেনে নানা পরামর্শ তুলে ধরেন।