গত শনিবার (০৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রূপান্তরকামী মো. মুহিন ওরফে মোহনাকে ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফাতীহ মুহাম্মাদ সোলাইমান লিখিত বার্তায় জানিয়েছেন,
“বাংলাদেশ খেলাফত যুব মজলিস গভীর উদ্বেগ, ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে, গত শনিবার (০৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রূপান্তরকামী মো. মুহিন ওরফে মোহনাকে ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়েছে, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আমরা এই ঘটনাকে নারীত্বের প্রকৃত মর্যাদা ও স্বাভাবিক পরিচয়কে বিকৃত করার একটি সুপরিকল্পিত অপপ্রয়াস এবং নারী সমাজের প্রতি চরম অবমাননাকর ও অগ্রহণযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি।
ইসলামী শরীয়ত, সামাজিক মূল্যবোধ ও মানবিক নৈতিকতা অনুযায়ী, নারী ও পুরুষের স্বাভাবিক সৃষ্টি ও তাদের মধ্যে বিদ্যমান স্বতন্ত্র বৈশিষ্ট্য মহান আল্লাহর অমোঘ বিধান। এই স্বাভাবিক ও স্বতঃসিদ্ধ বাস্তবতাকে অস্বীকার করে একজন লিঙ্গ পরিবর্তনকারীকে নারীদের প্রতীক হিসেবে উপস্থাপন করা কেবল অনৈতিকই নয়, বরং এটি সমাজে ব্যাপক নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধের বিপর্যয় এবং ভয়াবহ বিভ্রান্তির সৃষ্টি করবে। এটি ইসলামী সমাজব্যবস্থা ও দেশের সংস্কৃতির জন্য একটি মারাত্মক হুমকি।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানসহ নেতৃবৃন্দ বলেন আমরা সরকারের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করছি যে, অবিলম্বে এই পুরস্কার বাতিল করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক, সমাজবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে এর জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী হবে এবং এর পরিণতি ভয়াবহ হবে বলে আমরা সতর্ক করছি।
একইসঙ্গে, আমরা সমাজের সকল স্তরের মানুষকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানাই। নারীত্বের প্রকৃত মর্যাদা ও সম্মানকে রক্ষা করতে এবং ইসলামী মূল্যবোধ ও সামাজিক নৈতিকতাকে অক্ষুণè রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কেউ যেন নারীত্বের প্রকৃত পরিচয় ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সত্য বুঝার, সত্যের পথে অবিচল থাকার এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার তাওফিক দান করুন।