আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী জানুয়ারিতেই শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। দশ বছর মেয়াদি এ মহাপরিকল্পনার প্রথম পাঁচ বছরে সেচ সুবিধা, ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার থেকে প্রকল্পের খসড়া প্রস্তাব চীন সরকারের কাছে পাঠানো হয়েছে। মাঠপর্যায়ে জরিপ কাজও সম্পন্ন করেছে চীনা দূতাবাসের প্রতিনিধি দল। সংশ্লিষ্টদের আশা, সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হবে।

উত্তরের পাঁচ জেলায় প্রতিবছর ভয়াবহ ভাঙন ও প্লাবনে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিস্তীর্ণ এলাকা বর্ষা মৌসুমে তিস্তায় নেমে আসা অতিরিক্ত পানির প্রবাহে তলিয়ে যায়। আবার শুষ্ক মৌসুমে ভারত তিস্তায় একফোঁটা পানি ছেড়ে না দেওয়ায় চরম সেচ সংকট দেখা দেয়। এর ফলে কৃষিজ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। রিভারাইন পিপলের এক গবেষণা অনুযায়ী, প্রতিবছর তিস্তার ভাঙন ও বন্যায় উত্তরাঞ্চলের মানুষজনের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় এক লাখ কোটি টাকারও বেশি। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে বহু মানুষ হয়ে পড়েন বাস্তুচ্যুত।

চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক জং জিং জানিয়েছেন, এই প্রকল্প নিয়ে চীনের প্রতিনিধি দল স্থানীয় রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, জাতীয় কমিউনিস্ট পার্টি, বিভিন্ন নদী বাঁচাও আন্দোলনের সংগঠন এবং তিস্তাপাড়ের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছে। তিনি বলেন, যৌথ সহযোগিতার মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেছেন, অববাহিকার মানুষদের নিয়ে তারা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অতীতের আওয়ামী লীগ সরকার তিস্তা ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও বাস্তবে কোনো অগ্রগতি ঘটাতে পারেনি। তিনি মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগ অববাহিকার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের জীবন-জীবিকা সরাসরি এই নদীর সঙ্গে যুক্ত। কৃষক, জেলে ও দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ—তাদের সকলের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে তিস্তা মহাপরিকল্পনার সফল বাস্তবায়নের ওপর।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT