বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

বরিশাল নগরীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। তৌহিদ আফ্রিদি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নেয়া হয়েছে এবং যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আসামি হিসেবে আইনের আওতায় আনা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. আসাদুল হক বাবু নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি, এবং তার বাবা নাসির উদ্দীন সাথী ২২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দীন জানান, বরিশাল থেকে বিশেষ দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা সিআইডির সদস্যরা বরিশাল পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছেন। বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাংলা বাজার এলাকার পপুলার ডায়গনষ্টিক ল্যাবের পাশের একটি ভবন থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তার বাবা নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে পরে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT