সিডনিতে একুশে বইমেলা ২৩ ফেব্রুয়ারি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

সিডনিতে একুশে বইমেলা ২৩ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে
বই মেলার লোগো,সিডনিতে একুশে বইমেলা ২৩ ফেব্রুয়ারি

সিডনিতে একুশে বইমেলা ২৩ ফেব্রুয়ারি

অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন ও অমর একুশে বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারও ২৩ ফেব্রুয়ারি সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী এই বইমেলা আয়োজন করা হবে। বাংলাদেশের ফেব্রুয়ারির বইমেলার আদলে এখানে প্রতি বছরই দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। একই দিনে সকাল ৯টা ২১ মিনিটে প্রভাতফেরির আয়োজন থাকবে।

বইমেলায় ভাষা আন্দোলনের স্মরণে নানা আয়োজন থাকবে। দেশি ও প্রবাসী লেখকদের বই নিয়ে বিভিন্ন স্টল বসবে, যেখানে পাঠকরা নতুন বইয়ের সঙ্গে পরিচিত হতে পারবেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অংশ হিসেবে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি, আগের মতো এবারও রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে। একুশে একাডেমি অস্ট্রেলিয়া সকলকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

সিডনির এই একুশে বইমেলা কেবলমাত্র বই কেনা-বেচার জায়গা নয়, বরং এটি বাংলা ভাষা ও সংস্কৃতির এক মিলনমেলা। বিভিন্ন সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা এই আয়োজনে অংশ নেবেন এবং বাংলা ভাষার গুরুত্ব ও সাহিত্যচর্চা নিয়ে আলোচনা করবেন। এছাড়া, শিশুদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আসর।

এবারের বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জনপ্রিয় লেখকদের সঙ্গে সরাসরি আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় কমিউনিটির সদস্যরা বইমেলায় অংশগ্রহণ করবেন, যা একুশের চেতনা ও ভাষার প্রতি ভালোবাসা আরও গভীর করবে।

এছাড়া, এবারই প্রথম সিডনির ক্যাম্বেলটাউনে ২২ ফেব্রুয়ারি ২০২৫ আরও একটি একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ স্পেনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনে -এর উদ্যোগে ইফতার প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT