শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি উদ্বোধন

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে
বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা কারাগারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কারাগার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর জেলখানার ভারপ্রাপ্ত জেলা সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করছে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার মো. আব্দুস সেলিম, ডেপুটি জেলার সেলিনা আক্তার রেখা, সংস্থার সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আরমান খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন পাঠান।
ভারপ্রাপ্ত জেল সুপার শাকিল আহমেদ বলেন, “বন্দীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তাই কারাগারের ভেতরে-বাইরে সমান গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, বন্দীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিতে কারাগারে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমও চালু রয়েছে।
এদিকে জেলার মো. আব্দুস সেলিম জানান, “সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে কারাগারের ভেতরে ও আশেপাশের এলাকায় মশার উৎপত্তিস্থল ধ্বংসসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু থেকে বন্দীদের রক্ষায় এই কার্যক্রম চলমান থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT