সৌদি আরবে পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। এর ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর ও তুমায়েরসহ বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, দেশটির সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সকল মুসলমানকে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল।
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ফলে দেশটিতে রোজার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে তারাবির নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন বাজারে ইফতার ও সেহরির উপকরণ কিনতে মানুষের ভিড় দেখা গেছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন—সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনেও শনিবার থেকেই রোজা শুরু হবে। এসব দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো রমজান মাস উপলক্ষে কর্মঘণ্টার পরিবর্তনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।
রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। এ মাসে আত্মশুদ্ধি, ধৈর্য ও দানশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এদিকে, বাংলাদেশে রমজানের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটি আগামীকাল শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টায় বৈঠকে বসবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বাংলাদেশে চাঁদ দেখা গেলে রোববার (২ মার্চ) থেকে রমজান শুরু হবে, অন্যথায় একদিন পর শুরু হতে পারে।