সাকিবের প্ল্যাকার্ড নিষিদ্ধ নয়, দলে ফেরার আলোচনায় আছেন তিনি: বিসিবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

সাকিবের প্ল্যাকার্ড নিষিদ্ধ নয়, দলে ফেরার আলোচনায় আছেন তিনি: বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে

১৪ জুলাই ২০২৫

আসন্ন পাকিস্তান সিরিজকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে স্টেডিয়ামে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড বহনের বিষয়টি। এর আগে, গত বিপিএলে তার ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে অভিযোগ ওঠে। এবার বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক মাহবুব আনামের কাছে প্রশ্ন করা হয়—সাকিবের প্ল্যাকার্ড স্টেডিয়ামে নিষিদ্ধ কি না? উত্তরে মাহবুব আনাম বলেন, “বিসিবি সব ক্রিকেটারকে যথাযোগ্য সম্মান দেয়। আমাদের সম্মাননা বোর্ডে সবার নাম রয়েছে। ২৫ বছর পূর্তির অনুষ্ঠানেও এমন কোনো খেলোয়াড় নেই, যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অথচ ছবি ছিল না। এটা থেকেই বোঝা যায়, আমরা তাদের কীভাবে শ্রদ্ধা জানাই।”

প্রসঙ্গত, নানা রাজনৈতিক জটিলতায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশে ফিরতেও পারছেন না তিনি। তবে সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই অলরাউন্ডার।

এ বিষয়ে বিসিবির আরেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, “বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান—এ নিয়ে কোনো দ্বিমত নেই। তার জন্য দলের দরজা সবসময় খোলা। তবে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি নির্বাচক, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট অপারেশনস ইউনিটের ওপর। তারা বিষয়টি বিবেচনা করছে। আগে কীভাবে চলেছে জানি না, তবে এখন বিসিবির বর্তমান সভাপতি দায়িত্ব সঠিকভাবে ভাগ করে দিয়েছেন।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT