১৪ জুলাই ২০২৫
রোববার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক মাহবুব আনামের কাছে প্রশ্ন করা হয়—সাকিবের প্ল্যাকার্ড স্টেডিয়ামে নিষিদ্ধ কি না? উত্তরে মাহবুব আনাম বলেন, “বিসিবি সব ক্রিকেটারকে যথাযোগ্য সম্মান দেয়। আমাদের সম্মাননা বোর্ডে সবার নাম রয়েছে। ২৫ বছর পূর্তির অনুষ্ঠানেও এমন কোনো খেলোয়াড় নেই, যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অথচ ছবি ছিল না। এটা থেকেই বোঝা যায়, আমরা তাদের কীভাবে শ্রদ্ধা জানাই।”
প্রসঙ্গত, নানা রাজনৈতিক জটিলতায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশে ফিরতেও পারছেন না তিনি। তবে সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এই অলরাউন্ডার।
এ বিষয়ে বিসিবির আরেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, “বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান—এ নিয়ে কোনো দ্বিমত নেই। তার জন্য দলের দরজা সবসময় খোলা। তবে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি নির্বাচক, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট অপারেশনস ইউনিটের ওপর। তারা বিষয়টি বিবেচনা করছে। আগে কীভাবে চলেছে জানি না, তবে এখন বিসিবির বর্তমান সভাপতি দায়িত্ব সঠিকভাবে ভাগ করে দিয়েছেন।”