সৌর ব্যতিচার এর কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সাত দিনে মোট ৭৭ মিনিটের মতো সম্প্রচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে এবং স্যাটেলাইট নির্ভর সম্প্রচারে সাময়িক সমস্যা সৃষ্টি করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৮ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট সম্প্রচার বিঘ্নিত হতে পারে।
এ ছাড়া, ১০ ও ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত প্রতিদিন ১৩ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা পর্যন্ত ৯ মিনিট সমস্যা হতে পারে।
বিএসসিএল জানিয়েছে, সংস্থাটি সৌর ব্যতিচারের প্রভাব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিচ্ছে। বিএসসিএল আশা করছে যে, এই সাময়িক বিঘ্ন স্যাটেলাইট সেবা ব্যবহারকারীদের জন্য তেমন কোনো বড় সমস্যা সৃষ্টি করবে না। তারা আরও জানিয়েছে যে, এই ধরনের সৌর ব্যতিচার ভবিষ্যতেও হতে পারে, তবে এর প্রভাব খুব সামান্য এবং স্বাভাবিক মহাকাশীয় ঘটনা হিসেবে বিবেচিত।