শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে প্রেস কনফারেন্স করে দেশের জনগণের কাছেও দুই ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) একটি ফেসবুক পোস্টে সারজিস আলম বিচারব্যবস্থা ও জামিন প্রদান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন। পোস্টে তিনি দাবি করেন, অর্থ ও রাজনৈতিক সুপারিশের জোরে অনেক খুনি জামিন পাচ্ছেন, অথচ নিরপরাধ আলেমরা বছরের পর বছর কারাগারে থেকে বিচারপ্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।
এছাড়াও, তিনি প্রশ্ন তোলেন—বিচারাধীন থাকা নানা মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে কোনো আইনজীবী বা বিচারকের ভূমিকা থাকছে কি না, কিংবা সেসব সিদ্ধান্ত কার নির্দেশে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, এত প্রাণহানি ও রক্তপাতের পরও কোনো বিচার দ্রুত সম্পন্ন হচ্ছে না।
সারজিস তার পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও বিশিষ্ট বিশ্লেষক ড. আসিফ নজরুলের পদত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “এই পরিস্থিতির দায় তিনি এড়াতে পারেন কি না?”
সারজিসের এই বক্তব্যকে আদালতের মর্যাদাহানি হিসেবে অভিহিত করে আইনজীবী জসিম উদ্দিন আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন।