০৮ জুলাই ২০২৫
সাকিব বলেন, ‘তামিম ও মুশফিক ভাইয়ের সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকেই খেলছি। প্রায় দুই দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। স্বাভাবিকভাবেই আমাদের সম্পর্কটা গভীর। তারা আমার খুব ভালো বন্ধু।’
তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব নিয়ে দৃষ্টিভঙ্গিও পাল্টেছে বলে জানান টাইগার এই অলরাউন্ডার।একবার তামিমকে বেস্ট ফ্রেন্ড বলেও সম্বোধন করেছেন। তবে এই বয়সে এসে সাকিব উপলব্ধি করেছেন যে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। তার ভাষায়, ‘এই বয়সে এসে একটা বিষয় বুঝতে পেরেছি—বেস্ট ফ্রেন্ড বলে কিছু আসলে নেই। কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে নির্দ্বিধায় বিশ্বাস করা কঠিন। খেলাধুলার জগতে অনেক ভালো বন্ধু থাকলেও, মাঠের বাইরে এমন বিশ্বস্ত মানুষ খুব কমই পাওয়া যায় যাদের পুরোপুরি বিশ্বাস করা যায়। আমার মতে, যাকে আপনি নিঃশর্তভাবে বিশ্বাস করতে পারেন, সেই-ই আপনার প্রকৃত বন্ধু।’