বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই—উপলব্ধি সাকিব আল হাসানের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই—উপলব্ধি সাকিব আল হাসানের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

০৮ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত বিরতিতে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলছেন সাকিব আল হাসান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি ফ্র্যাঞ্চাইজি লিগের অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই উঠে আসে তার পুরনো সতীর্থ তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ।

সাকিব বলেন, ‘তামিম ও মুশফিক ভাইয়ের সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকেই খেলছি। প্রায় দুই দশকের বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। স্বাভাবিকভাবেই আমাদের সম্পর্কটা গভীর। তারা আমার খুব ভালো বন্ধু।’

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব নিয়ে দৃষ্টিভঙ্গিও পাল্টেছে বলে জানান টাইগার এই অলরাউন্ডার।একবার তামিমকে বেস্ট ফ্রেন্ড বলেও সম্বোধন করেছেন। তবে এই বয়সে এসে সাকিব উপলব্ধি করেছেন যে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। তার ভাষায়, ‘এই বয়সে এসে একটা বিষয় বুঝতে পেরেছি—বেস্ট ফ্রেন্ড বলে কিছু আসলে নেই। কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে নির্দ্বিধায় বিশ্বাস করা কঠিন। খেলাধুলার জগতে অনেক ভালো বন্ধু থাকলেও, মাঠের বাইরে এমন বিশ্বস্ত মানুষ খুব কমই পাওয়া যায় যাদের পুরোপুরি বিশ্বাস করা যায়। আমার মতে, যাকে আপনি নিঃশর্তভাবে বিশ্বাস করতে পারেন,   সেই-ই আপনার প্রকৃত বন্ধু।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT