রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ কুড়িগ্রাম সীমান্তে জালনোট ও পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান, ১১ লাখ টাকার মালামাল জব্দ

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে জখম

রাজশাহীতে এক আওয়ামী লীগ কর্মী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুলিবিদ্ধ ও কোপের আঘাতে গুরুতর আহত এই নেতার নাম রবিউল ইসলাম রবি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার একজন আসামি। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মদ জানান, আহত রবি নগরীর বিনোদপুর-মীর্জাপুর এলাকার বাসিন্দা। তার ভাই শহিদুল ইসলাম শহিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৩০ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) শাখার সভাপতি। হামলায় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে রবি ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

রবিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জরুরি বিভাগ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তার অস্ত্রোপচার চলমান রয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রবির এক পায়ে গুলি লেগেছে এবং অন্য পা ও দুই হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, রবিউলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০০৯ সালে রাবি ক্যাম্পাসে সংঘটিত ত্রিমুখী সংঘর্ষে নিহত ছাত্রশিবির নেতা নোমানীর হত্যা মামলা। গত বছরের ২৪ সেপ্টেম্বর ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT