বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে সরকার দলটিকে বড় ধরনের সুবিধা দিয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ এই পরিস্থিতিতে নির্বাচন থেকে নিজেই সরে গিয়েছিল কারণ তারা জানে যে সাধারণ মানুষ তাদের ভোট দেবে না।
সোমবার (৩০ জুন) একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেই জানে তারা নির্বাচনে অংশ নেবে না কারণ তারা দেশের মানুষের কাছে নিজেদের অতীতের অন্যায়ের দায় মেটাতে পারেনি। দলটি এখনো কোনো অনুশোচনা বা ক্ষমা প্রকাশ করেনি।”
রুমিন ফারহানা আরও বলেন, “নিষিদ্ধ হওয়ার দিন থেকেই আমি বলেছি সরকার আওয়ামী লীগকে বড় সুবিধা দিয়েছে। একদিকে দলটি নির্বাচন থেকে সরে গিয়ে নিজেদের রক্ষা করল, অন্যদিকে সরকার নিষিদ্ধ করে দলটির ক্ষমতা ও প্রভাব আরও মজবুত করল।”
তিনি আরও জানান, নিষিদ্ধকরণের ফলে আওয়ামী লীগকে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে একটি বড় মানেজ পাওয়া গেছে। “সরকার যদি সত্যিকার অর্থে রাজনৈতিক পরিবেশ উন্নত করতে চায়, তাহলে এমন নিষেধাজ্ঞা ও দলীয় কার্যক্রম বন্ধের পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত,” যোগ করেন তিনি।
রুমিন ফারহানা মনে করেন, আওয়ামী লীগ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এখনো সাহস দেখাতে পারছে না এবং নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেওয়া তাদের একটি কৌশল। এর ফলে দেশের রাজনৈতিক প্রতিযোগিতা ও গণতন্ত্রের উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়বে।