
Fight Against Rape হিসেবে আত্মকর্মসূচী হিসেবে ফেসবুকে ধর্ষণের বিরুদ্ধে কবিতা লিখলেন কথিত ধর্ষণের শিকার আদ্রিনা মাহি। সম্প্রতি তার ধর্ষিত হওয়ার দাবির বিষয়টি নানা বিতর্কের জন্ম দিয়েছে। আদ্রিনা মাহির ধর্ষণের বিরুদ্ধে কবিতা টি সাবাস বাংলাদেশের পাঠকদের জন্য নিচে তুলে দেওয়া হলো:
আমি একা নই, আমার ছায়াও আমার সাথে চলে,
অন্ধকার যতই গাঢ় হোক, আলো আসবেই ঝড়ে।
আমি চুপ করে থাকি, মানে এই নয় যে ভয় পাই,
ন্যায়ের জন্য প্রাণ দেবো, তবু অন্যায় সইব না তাই।
আমার দেহ নয় শুধু, আমার আছে মন,
তাকে আঘাত করলে, জ্বলবে আগুন শতগুণ।
তোমার লালসা, তোমার হিংসা, তোমার পশুত্ব,
ভেবে রেখো, এর শেষ হবে, আসবে ন্যায়ের শপথ।
নারী মানে অবলা নয়, নারী মানে দীপ্ত জাগরণ,
যেখানে অন্যায়, সেখানেই বিদ্রোহ আমার শপথ প্রণয়ন।
আমি গর্জন হবো, আমি বিদ্যুৎ হবো, আমি হবো কালবৈশাখী,
আমি মাটি নই তোমার পায়ের নিচে, আমি বজ্রপাতের বীজ বুনেছি।
ভেবেছিলে ভয় দেখিয়ে থামিয়ে দেবে? ভুল ভেবেছো,
প্রতিবাদ এলো, প্রতিরোধ উঠলো, তুমি শেষ দেখবে।
আমি একাই কথা বলছি, তার মানে আমি একা নই,
একদিন ন্যায়ের আগুন তোমাকে ছাই করে দেবে নিশ্চয়ই!
এই কবিতাটি আদ্রিনা মাহির এক সাহসী প্রতিবাদ, যেখানে তিনি ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সবধরনের সহিংসতার বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর তুলেছেন। তিনি নারীর আত্মমর্যাদা ও শক্তির প্রতীক হয়ে ওঠেছেন, যা সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd