দাখিলে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা, জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

দাখিলে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা, জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এবারের দাখিল পরীক্ষায় দেশের সেরা হয়ে ইতিহাস গড়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। এই প্রতিষ্ঠানের ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য, প্রতিষ্ঠানটি অর্জন করেছে শতভাগ পাসের গৌরব। দেশের মাদরাসা শিক্ষায় এমন নজিরবিহীন সাফল্যে ঝালকাঠির মানুষও আনন্দে ভাসছে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানালেন, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের দাখিল পরীক্ষায় ৪২৭ জন অংশ নেয়, যার মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পাওয়া ২২৭ জন শিক্ষার্থী পুরো জেলায় এক আলোড়ন তুলে দিয়েছে। শতকরা ৫৪ ভাগ জিপিএ-৫ প্রাপ্তি এবং প্রায় ৯৯.৭৭ শতাংশ পাসের হার নিয়ে দেশসেরা হয়েছে এই মাদরাসা।

অধ্যক্ষ আরও জানান, এবার দারুন্নাজাত আলিয়া মাদরাসার পাসের হার ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ৯৭ শতাংশ। কিন্তু গড় হিসেবেই দেশের সেরা অবস্থানে রয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দে আত্মহারা।

একইসঙ্গে এসএসসি পরীক্ষার ফলাফলেও উজ্জ্বল ঝালকাঠি। সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১২ জন। এর মধ্যে ৫৪ জন পেয়েছে জিপিএ-৫। সরকারি উচ্চ বিদ্যালয়ের ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১২ জন। তাদের মধ্যেও ৫৮ জন পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫। শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় ৩৮ জনের মধ্যে ৩২ জন উত্তীর্ণ এবং ২ জন পেয়েছে জিপিএ-৫। কুতুবনগর আলিম মাদরাসায় ৩৮ জনের মধ্যে ৩৪ জন পাস করেছে এবং ২ জন জিপিএ-৫ অর্জন করেছে। আর উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮১ জন। যদিও কেউ জিপিএ-৫ পায়নি।

এবারের দাখিল ও এসএসসি পরীক্ষার ফলাফল ঘিরে পুরো ঝালকাঠি জেলায় বইছে উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষা এবং মেধা বিকাশের পথকে আরও উজ্জ্বল করবে। সাবাস বাংলাদেশ!

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT