মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে বিএসএফের পুশ ইন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি ভিপি নূরের ওপর হামলা সেনা নেতৃত্বে: পিনাকী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে যোগ দেওয়ার পথ বন্ধ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের মানববন্ধন কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সতে ৩২ বস্তা টাকা ও শেখ হাসিনাকে নিয়ে লেখা সহ নানান চিরকুট ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ জনকে বিএসএফের পুশ ইন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে আবারো নারী-শিশুসহ আটজন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সকাল থেকে সাড়ে ছয়টার মধ্যে রংমহল সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু। তাদের পরিচয় পাওয়া গেছে— টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম (৩২), আবেজান খাতুন (৪০), ফাইমা আক্তার (২৭), নাছিমা তালুকদার (৩৬), আব্দুর রহিম (৫) এবং রোহান (৩)। এদের বাড়ি খুলনা, সাতক্ষীরা, নড়াইল, জামালপুর এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে।

রংমহল বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সীমান্তবর্তী সড়ক দিয়ে ভেতরের দিকে প্রবেশের সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। কথাবার্তায় অসংগতি দেখা দিলে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদের সময় পুশ ইন হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বিএসএফ সদস্যরা ভোরে সীমান্তের গেট খুলে তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। তারা বেড়া পার হওয়ার পর বিজিবি সদস্যদের হাতে আটক হন।

এ বিষয়ে রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝখানে তারকাঁটার বেড়া খুলে বিএসএফ তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।

পুশ ইন ঘটনার পরপরই সীমান্তে টানটান উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে সীমান্তের দায়িত্বপ্রাপ্ত বিজিবি ও বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করে।

স্থানীয়রা জানাচ্ছেন, এই ধরনের পুশ ইন ঘটনা সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকি তৈরি করছে। এমন ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT