কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান  - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা খালেদা জিয়ার মৃত্যু কি ‘স্লো পয়জনিং’? বিস্ফোরক অভিযোগ জানালেন ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার নিয়ে হাইকমিশন–ইমিগ্রেশনের উচ্চপর্যায়ের বৈঠক যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন গ্রন্থের মোড়ক উম্মোচন, ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের গুণী ব্যক্তি, দেশের সম্পদ: বিচারপতি মোহাম্মদ ইমান আলী

কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান 

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৬ জন শিক্ষার্থীকে প্রথম বারের মতো স্কলারশিপ প্রদান করেছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
১১ জানুয়ারি (রবিবার) দুপুর ১২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়।​ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, ফোবানার প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা ও ফোবানার উপদেষ্টা ​গোলাম ফারুক ভুঁইয়া। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়াও উপস্থিত ছিলেন ফোবানার বিভিন্ন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকবৃন্দ।
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, গণিত বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার, ইংরেজি বিভাগের অলিউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মো. ইহসানুল হক সাকিব, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. ইয়াসিন মিঞা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল নোমান এবং আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ।
স্কলারশিপ পেয়ে গনিত বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘ফোবানা স্কলারশিপ শুধু একটা স্কলারশিপই নয়, বরং এটি একটি ভবিষ্যৎ পড়াশোনার অনুপ্রেরণা। এই স্কলারশিপটি পেয়ে আমি কৃতজ্ঞ। আমরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসি তাদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। আমি চাই ফোবানা এভাবেই আমাদের এবং ভবিষ্যতে যারা আসবে সবার পাশে থাকুক।’
অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আজকে তোমরা যারা এখানে স্কলারশিপ পেয়েছ তোমরা কখনো নিজেদের ছোট ভাববে না। আমি দোয়া করব একদিন তোমরাও এমন স্কলারশিপ দিবে। আমি একটা কথা বলে শেষ করতে চাই জীবনে মানুষের উপকার করতে না পারলেও কখনো অপকার করবে না।’
ফোবানার উপদেষ্টা ​গোলাম ফারুক ভুঁইয়া বলেন, ‘আমরা জি.এফ.বি. গ্রুপ মনে করি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমাদের সামাজিক দায়িত্ব থেকেই এই প্রজেক্টগুলো করে থাকি৷ এটাই আমাদের প্রথম প্রজেক্ট না জি.এফ.বি. গ্রুপ এমন আরো সংখ্যা প্রজেক্ট করে থাকে। আমাদের একটি বিশেষ প্রজেক্ট আছে যেখানে আমরা প্রতি মাসে বিনামূল্যে ৫০ জনের চক্ষু অপারেশন করায়।’
তিনি আরো বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের এই আকাঙ্ক্ষার সাথে একাত্মতা পোষণ করে সাহায্যে এগিয়ে এসেছে। এর পাশাপাশি ফোবানা অনেক সুন্দর ভাবে সামাজিক কাজগুলো করে যাচ্ছে। সর্বশেষ আজকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি একটা আবেদন থাকবে আজকে যেমন তারা ঠিক সহায়তা পেয়েছেন ভবিষ্যতে যাতে তারাও একইভাবে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়।’
অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমি ফোবানা পরিবারসহ যারা এই আর্থিক সহায়তায় কাজ করেছে তাদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এই আর্থ- সামাজিক উন্নয়নে কাজ করার যে উদ্যোগ তা যেন সব সময় চলমান থাকে আমার এ আহ্বান থাকবে। আর আজকে যে শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে তোমরা আজকে আর্থিক সহযোগিতা গ্রহণ করেছ, পরবর্তীতে তোমরা উদ্যোক্তা, কর্মজীবী ও সফল মানুষ হয়ে দেশকে তার প্রতিদান দিবে।’
উল্লেখ্য, ফোবানা হলো উত্তর আমেরিকার বাংলাদেশি অ্যাসোসিয়েশনগুলোর একটি ফেডারেশন, যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT