কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা খালেদা জিয়ার মৃত্যু কি ‘স্লো পয়জনিং’? বিস্ফোরক অভিযোগ জানালেন ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার নিয়ে হাইকমিশন–ইমিগ্রেশনের উচ্চপর্যায়ের বৈঠক যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন গ্রন্থের মোড়ক উম্মোচন, ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের গুণী ব্যক্তি, দেশের সম্পদ: বিচারপতি মোহাম্মদ ইমান আলী কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হাদি হত্যার বিচার দাবিতে কুবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল স্কটল্যান্ড অনারারি কনসাল জেনারেল ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের বিশাল সংবর্ধনা ইট–কংক্রিটের ভিড়ে বার্ডের ফুলবাগান: নীরব সৌন্দর্যে প্রাণের আশ্রয়

কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল 

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স  বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মোহাম্মদ ফয়সাল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত সাধারণ সভায় এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
 কমিটিতে আরও সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ জুনাইদ,  বোরহান উদ্দিন সৌরভ (কাব্য) এবং মোঃ ইমরান হোসেন।সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ করিম উদ্দিন, মেহরাজ আলভি ও মিরাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আনাস আজিম, আমজাদ হোসাইন এবং রফিকুল ইসলাম।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন অনিত দাস, মোহাম্মদ মহসিন চৌধুরী মাহী,  কানিজ ফাতেমা রিমি, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মোহাম্মদ ওমর হোসেন মিশকাত, মোহাম্মদ ফায়াজ ফেরদৌস, মোহাম্মদ আলতাফুর রহমান ও ফয়সাল আবছার উদ্দিন ইফতি এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ হাসান চৌধুরী।
সংগঠনটির নতুন দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, ‘সবার সহযোগিতার মাধ্যমে সংগঠনটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারি এই প্রত্যাশা রেখে কিছু কথা বলতে চাই। আমরা কিছু নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ থাকি, যেমন : নবীন বরণ, মেজবান,পরীক্ষার্থীদের সহযোগিতা করা ইত্যাদি। এগুলোর মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করতে পারি না। আমরা সবাই মিলে চট্টগ্রামের যারা আছি এক সাথে থাকবো এবং সংগঠনের কিছু কাজ বা নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করছি। সভাপতি সেক্রেটারি কিছুই না এখানে আমরা সবাই সভাপতি, সবাই সেক্রেটারি, আমরা সবাই চাটগাঁইয়া, আমরা সবাই কুবিয়ান,সেই জায়গা থেকে সবাই সহযোগিতার মন মানসিকতা রাখবেন এটাই আমার প্রত্যাশা। ‘
সংগঠনটির নব নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম বলেন,’আজকে আমাকে যে সভাপতির একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সে দায়িত্বকে সম্মান এবং শক্তি আর আমানত হিসেবে গ্রহণ করেছি। আমার প্রতি যে বিশ্বাস, আস্থা রেখে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, আমি সেটা যথাযথভাবে পালন করার জন্য আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম।  আর আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, অদূর ভবিষ্যতে আমরা সুন্দরভাবে এই সংগঠনের সাথে বেটার, স্মার্ট, এবং শিক্ষার্থীবান্ধব একটা  সংগঠন হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গঠন করতে পারব। ‘
তিনি আরো জানান যে, ‘আমাদের এই সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন হিসেবে স্বীকৃতি পেয়েছে বহু আগে থেকেই। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠন যেন একটা সবথেকে সুন্দর, শক্তিশালী, এবং সব থেকে স্মার্ট আঞ্চলিক সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য আমাদের মনে রাখতে হবে এটা আমাদের একটা শক্তি এবং পরিবারের মতো বন্ধন, এই জিনিসটা আমাদের মনের মধ্যে থাকতে হবে। ‘
উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT