জাহাঙ্গীরনগরে ইসলামী বইমেলার আয়োজন, পাঠক-প্রকাশকে প্রাণবন্ত মেলা প্রাঙ্গণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে একমত হামাস–ইসরায়েল প্রবল প্রতিবাদের মুখেও শেষপর্যন্ত ঢাকায় চালু হলো জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

জাহাঙ্গীরনগরে ইসলামী বইমেলার আয়োজন, পাঠক-প্রকাশকে প্রাণবন্ত মেলা প্রাঙ্গণ

রাউফুর রহমান
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে
জাবি প্রতিনিধি

জাঙ্গীরনগরে ইসলামী বইমেলার আয়োজন, পাঠক-প্রকাশকে প্রাণবন্ত মেলা প্রাঙ্গণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা। বিশ্ববিদ্যালয়ের ইসলামী পাঠাগার ‘জাবিইপা’-এর আয়োজনে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে জহির রায়হান মিলনায়তনে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “এই পথ দিয়ে হেঁটে গেলে হয়তো কারো চোখে একটি বই পড়ে যেতে পারে, আর সেই বই-ই তার জীবন বদলে দিতে পারে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জ্ঞানের জগৎ অনেক বিস্তৃত, আর সেই জগতে প্রবেশের সবচেয়ে সহজ পথ হচ্ছে বই।”

তিনি আরও বলেন, “এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের জ্ঞানচর্চার প্রতি আগ্রহী করে তোলে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী পাঠ্যসূচির বাইরের বইও পড়ুক, যাতে তারা চিন্তাশীল, মানবিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

জাবিইপা বইমেলা ২০২৫’ শীর্ষক এই বইমেলা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় কুরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, ইতিহাস, গবেষণা, আত্মউন্নয়ন ও শিশুসাহিত্যসহ বিভিন্ন বিষয়ের শতাধিক বই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে। অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ১৮টি ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান। বইমেলাকে কেন্দ্র করে থাকছে লেখক-পাঠক আড্ডা, বই প্রদর্শনী, দাওয়াহ ক্যাম্পেইন সহ নানা আয়োজন।

জাবি ইসলামী পাঠাগারের পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা মত ও সংস্কৃতির চর্চা থাকলেও ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সুযোগ খুবই সীমিত। জাবিইপা সেই শূন্যতা পূরণে কাজ করে যাচ্ছে। এবারের বইমেলা সে প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি।”

তিনি আরও জানান, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত আলেম, লেখক, প্রকাশক ও অ্যাক্টিভিস্টদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ থাকবে মুখরিত। ক্যাম্পাসের শিক্ষার্থী ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করেছেন। আয়োজকদের প্রত্যাশা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে পাঠকের উপস্থিতি আরও বাড়বে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT