অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, তেহরান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী, তবে পরিস্থিতি অবনতি ঘটলে আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে তারা বাধ্য হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান দৃঢ়তার সাথে জানান, ইরান সবসময় শান্তি ও স্থিতিশীলতা চায়, কিন্তু সেটি তখনই সম্ভব যখন “জায়নবাদী আগ্রাসন” স্থায়ীভাবে বন্ধ হবে। পেজেশকিয়ান ইঙ্গিত দেন, যদি পরিস্থিতি না বদলায়, তাহলে তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে অভূতপূর্ব রকমের কড়া।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হলে আমেরিকার সঙ্গে তেহরানের কোনো আলোচনা সম্ভব নয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা একাধিকবার আলোচনার প্রস্তাব পাঠালেও ইরান সাফ জানিয়ে দিয়েছে—সংঘাত বন্ধ না হলে আলোচনা অগ্রহণযোগ্য।
আরাঘচি আরও বলেন, “যখন আমেরিকা এই অপরাধে অংশীদার হয়, তখন তাদের সঙ্গে আমাদের কোনো আলাপ-আলোচনার সম্ভাবনাও থাকে না।” তিনি বর্তমানে জেনেভায় অবস্থান করছেন, যেখানে পশ্চিমা প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিচ্ছেন।
এই প্রতিবেদন আরও স্পষ্ট করছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেয়ে এখন বরং তা নতুন মাত্রা পাচ্ছে।