চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এ নারী পাঠকদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়ছে। মাদরাসার শিক্ষার্থী ও আলেম-ওলামাদের পাশাপাশি সাধারণ মানুষ যেমন বই কিনতে ভিড় করছেন, তেমনি নারীরাও আগ্রহের সঙ্গে ইসলামি ইতিহাস, সংস্কৃতি, জীবনযাপন, উপন্যাস ও বিধিবিধান বিষয়ক বই কিনছেন। তাদের মতে, এসব বই জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি ইসলামী আদর্শে জীবনযাপন সহজ করে তোলে।
নারী দর্শনার্থীদের জন্য মেলায় রাখা হয়েছে ফিমেল জোন, আলাদা নামাজের ব্যবস্থা, ফুডকোর্ট ও শিশুদের জন্য ‘কিডস প্লে জোন’। তবে নারীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা এখনো করা যায়নি।
পল্লবী, ডেমরা ও ধানমন্ডি থেকে আসা কয়েকজন নারী দর্শনার্থী জানিয়েছেন, তাঁরা নিজেদের ও সন্তানদের ইসলামি আদর্শে গড়ে তুলতে এবং শরিয়াহ ভিত্তিক জীবনযাপনের জ্ঞান অর্জনের জন্য এসব বই কিনছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী পাঠকদের আগ্রহ ও চাহিদা বাড়ায় এবার বিশেষভাবে নারীদের জন্য আলাদা কর্নার, ফুডকোর্ট ও নামাজের স্থান রাখা হয়েছে।
উল্লেখ্য, মাসব্যাপী এই মেলায় ১৯৯টি স্টল রয়েছে। এতে দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পাশাপাশি রয়েছে লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত (ছুটির দিনে সকাল ১০টা থেকে) মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।