ফ্রান্সে ইমামতি পেশার মিলল রাষ্ট্রীয় স্বীকৃতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে একমত হামাস–ইসরায়েল প্রবল প্রতিবাদের মুখেও শেষপর্যন্ত ঢাকায় চালু হলো জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

ফ্রান্সে ইমামতি পেশার মিলল রাষ্ট্রীয় স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে
ফ্রান্সে ইমামতি,ফ্রান্সে ইমামতি পেশার,ইমামদের
ফ্রান্সে ইমামতিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে (ছবি: প্রতীকি)

ফ্রান্সে ইমামতি আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এটিকে কর্মসংস্থান খাতের অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ইমামদের কাজকে একটি কাঠামোবদ্ধ ও প্রতিষ্ঠিত পেশা হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি, তাদের জন্য নির্দিষ্ট দায়িত্ব, কর্মপরিকল্পনা এবং চুক্তিভিত্তিক চাকরির সুযোগ সৃষ্টি হবে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এক ঘোষণায় এই সিদ্ধান্তকে “ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, এটি ফ্রান্সে ইমামদের ভূমিকার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি, যা মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সরকারের সম্পর্ককে আরও সুসংগঠিত করবে।

এই উদ্যোগের আওতায় ইমামদের জন্য নির্ধারিত কর্মসংস্থান কাঠামো তৈরি করা হবে, যেখানে তাদের দায়িত্ব ও পেশাগত শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। একইসঙ্গে, সরকারি চুক্তির মাধ্যমে তাদের কর্মসংস্থান নিরাপত্তাও নিশ্চিত করা হবে। এটি শুধু ইমামদের জন্যই নয়, বরং পুরো মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া, ফরাসি সরকার হাসপাতাল ও সামরিক বাহিনীতে মুসলিম ধর্মযাজকদের (চ্যাপলিন) স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা জনসেবা খাতে মুসলিম ধর্মীয় চর্চার সুযোগকে আরও সুসংগঠিত করবে। ফলে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সেবা আরও সহজলভ্য হবে এবং তারা সরকারি কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে পারবেন। এটি শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতার প্রতীক নয়, বরং মুসলিম জনগণের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ (ফ্রান্সে ইমামতি) মুসলিম সম্প্রদায়ের প্রতি সরকারের ইতিবাচক মনোভাবকে প্রকাশ করে এবং ইসলামবিদ্বেষ রোধে কার্যকর ভূমিকা রাখবে। তবে, ফ্রান্সে ধর্মীয় বিষয়ে রাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক থাকায় কিছু মহল থেকে সমালোচনার আশঙ্কাও রয়েছে। এদিকে, অনেক মুসলিম সংগঠন এই স্বীকৃতিকে স্বাগত জানালেও, তারা চায় যেন ইমামদের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে রক্ষা করা হয়।

আরও পরুনঃ অবশেষে ‘তৌহিদী জনতা’র কাছে ক্ষমা চাইলেন উপদেষ্টা মাহফুজ

Follow Us On Facebook

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT