ভারতের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

ভারতের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, ভারতের ইন্ধনেই খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, একটি মহল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তবে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।

সোমবার রাজধানীর রমনায় পুরাতন রমনা থানা কমপ্লেক্সে পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটা মহল চেষ্টা করছে যেন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত না হয়। তাদের ইন্ধনেই খাগড়াছড়ির ঘটনাটা ঘটানোর চেষ্টা হচ্ছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এগুলো প্রতিহত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।”

তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বর্তমানে খাগড়াছড়িতে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে ফায়ার করছে। এ অস্ত্র অনেক সময় দেশের বাইর থেকে আসছে। আমি দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাইয়েরা নাম বলেছেন। এই ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।”

দুর্গাপূজা সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট বন্ধ না করে এবং পূজা নির্বিঘ্নে উদযাপন হয়—সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT