
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা এক বিবৃতিতে জানান, এই রায় অতীতের ঘটনা ও ভুক্তভোগীদের প্রতি ন্যায়বিচারের নতুন দৃষ্টান্ত।
হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতের বাইরে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে তারা “ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিফলন” হিসেবে দেখছেন। সোমবার (১৭ নভেম্বর) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সিনিয়র নেতা আল্লামা সাজেদুর রহমান এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতারা দাবি করেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইব্যুনালের দেওয়া এই রায় “শহীদ পরিবার ও ভুক্তভোগীদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে”। তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এছাড়া বিচার ব্যাহত করার “আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে” বলেও দাবি করেন তারা।
তারা মন্তব্য করেন, এই রায়ের মধ্য দিয়ে “স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রাম আরো সুদৃঢ় হবে” এবং এটি “দীর্ঘমেয়াদে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে” বলে আশা প্রকাশ করেন। বিবৃতিতে তারা আরও দাবি করেন, রায়ের ফলে “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভিন্নধর্মী নতুন অধ্যায়ের সূচনা হয়েছে”।
বিজ্ঞপ্তিতে হেফাজত নেতারা আরো দাবি করেন, অতীতের বিভিন্ন ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করা দরকার এবং বাংলাদেশে নাগরিক অধিকার ও সু-শাসন নিশ্চিত করতে “জুলাই সনদের বাস্তবায়নে গণভোট আয়োজন” করার আহ্বান জানান। তারা বলেন, দেশের রাজনৈতিক কাঠামো গণতান্ত্রিক সংস্কারে রূপান্তর করা এখন সময়ের দাবি।
বিবৃতির শেষ অংশে হেফাজতে ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট আইনজীবী ও প্রসিকিউশন টিমের প্রতি অভিনন্দন জানান।