গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

জাহিদুর রহিম মোল্লা (গোয়ালন্দ থেকে)
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে
গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখম

রাজবাড়ীর গোয়ালন্দে মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত মাসুদ গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা মাসুদকে কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।

আহত মাসুদের শ্বাশুড়ি কুলসুম বেগম জানান, এভাবে মানুষ মানুষকে কুপিয়ে জখম করতে পারে? এখনো ওর রক্ত বন্ধ হয়নি। অবস্থা খুব খারাপ। ইতিমধ্যে ৬ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তিনি দাবি করেন, মাসুদকে একই এলাকার ছাত্তারের ছেলে নাজমুল সহ কয়েজন তাকে কুপিয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আমরা ঘটনার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে ভিকটিমের খোঁজ খবর নিয়েছি। এ ঘটনায় হামলার কারণ উদঘাটনের চেষ্টা ও অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তবে এখনো এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

এদিকে, মাসুদ সরদারের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা আরও জানান, মাসুদের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল এবং এটি সেই শত্রুতারই ফলস্বরূপ হতে পারে।

গোয়ালন্দ থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলোর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে কাজ শুরু করেছে। পুলিশ আরও জানায়, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলার কারণ এবং আসল অপরাধীদের শনাক্ত করতে আরও তদন্ত চলছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT