ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া, মুসলিম ঐক্যের আহ্বান শীর্ষ ইরানি ধর্মীয় নেতার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন আন্দ্রে রাসেল ইসির ওয়েবসাইটে আবারও ফিরল আওয়ামী লীগের ‘নৌকার’ প্রতীক ট্রাম্পের সিদ্ধান্তে পুড়ে ছাই হচ্ছে ২৭ হাজার শিশুর খাবার রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেন, পাল্টা হামলা চালালো কিয়েভ যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বৃষ্টিতে ভেজা এবং হাঁচি-কাশি-জ্বর মাদ্রিদে মুসলিমদের জন্য ১৫,০০০ বর্গমিটার কবরস্থান অনুমোদন সত্য গোপনে এক ধাপ এগিয়ে ‘প্রথম আলো’ ও ‘ঢাকা ট্রিবিউন’ ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য )পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া, মুসলিম ঐক্যের আহ্বান শীর্ষ ইরানি ধর্মীয় নেতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

৩০ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। ফতোয়ায় তিনি এই দুই নেতাকে “আল্লাহর শত্রু” বলে অভিহিত করেছেন। খবর এনডিটিভি ও মেহের নিউজের।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শীরাজি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মার্কিন ও ইসরায়েলি নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করা জরুরি।

শীরাজি আরও বলেন, যারা ইসলামের শীর্ষ নেতা বা ধর্মীয় ব্যক্তিত্বদের হুমকি দেয়, তারা ‘মোহারেব’ অর্থাৎ যুদ্ধবাজ হিসেবে গণ্য হবেন। ইরানি আইন অনুযায়ী, মোহারেবদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, ক্রুশবিদ্ধকরণ বা নির্বাসনের মতো কঠোর শাস্তির বিধান রয়েছে।

ফতোয়ায় তিনি সতর্ক করে বলেন, মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর উচিত এই ‘আল্লাহর শত্রুদের’ কোনোভাবে সমর্থন বা সহযোগিতা না করা। বরং, তাদের কর্মকাণ্ডের জন্য তাদের অনুতপ্ত করতে মুসলমানদের এগিয়ে আসা জরুরি।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলা চলে। এতে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীসহ প্রায় ৬০০ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। যদিও ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও এটি স্থায়ী হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এ অবস্থায় ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে হামলার চিন্তা বাদ দিতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT