শেরপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, নালিতাবাড়ীর ইউএনও ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গোলাপ হোসেন। আদালত মামলাটি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুন নিলামের মাধ্যমে ২৫ হাজার ঘনফুট বালু কিনেছিলেন বাদী গোলাপ হোসেন। তখন নালিতাবাড়ীতে কর্মরত ইউএনও মাসুদ রানা তার কাছে বালু বুঝিয়ে দিতে গড়িমসি করেন এবং ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সুরাহা না পেয়ে বিষয়টি আদালতের আশ্রয় নেন বাদী।
পরবর্তীতে মাসুদ রানা বদলি হয়ে বকশীগঞ্জে চলে যান। এরপর নতুন ইউএনও ফারজানা আক্তার ববি ও এসি ল্যান্ড আনিসুর রহমান তার সঙ্গে যোগসাজশে ওই বালু অন্যত্র বিক্রি করে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল হক আধার জানান, তার মক্কেল হয়রানির শিকার হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইউএনও মাসুদ রানা বলেন, “মামলার অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া। প্রকৃত তদন্ত হলে আসল ঘটনা সামনে চলে আসবে।”
এই ঘটনায় স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।