প্রকাশ: ১৩ জুলাই ২০২৫
কমিশনের পক্ষ থেকে সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ, বহিরাক্রমণ, রাষ্ট্রীয় অখণ্ডতায় হুমকি, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতে রাষ্ট্রপতি নব্বই দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে তা জারি করার আগে মন্ত্রিসভার লিখিত অনুমোদন অবশ্যই নিতে হবে। বর্তমান সংবিধানে এই সময়সীমা ১২০ দিন।
এছাড়া ‘অভ্যন্তরীণ গোলযোগ’ শব্দের পরিবর্তে ‘রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ’ শব্দগুলো যুক্ত করার বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে।
জরুরি অবস্থার সময় নাগরিকের মৌলিক অধিকার রক্ষায়ও জোর দেওয়া হয়েছে। আলোচনায় বলা হয়, সংবিধানের ৪৭(৩) ধারা অনুযায়ী, জীবনের অধিকার, নিষ্ঠুর বা অমানবিক আচরণ ও শাস্তি থেকে রক্ষা পাওয়ার অধিকার কোনো অবস্থায় খর্ব করা যাবে না।
তবে মন্ত্রিসভার অনুমোদনের বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কিছু বিকল্প মতামতও তুলে ধরে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক প্রস্তাব করেন, মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক। খেলাফত মজলিশের আহমদ আবদুল কাদের মন্ত্রিসভার পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্তির প্রস্তাব দেন।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাব দেন, মন্ত্রিসভার ওই বৈঠকে বিরোধী দলীয় নেতা বা নেত্রীকে উপস্থিত রাখা হোক। বিএনপির সালাহউদ্দিন আহমেদও এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান। ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন প্রশ্ন তোলেন—বিরোধী দলীয় নেতা অনুপস্থিত থাকলে কে থাকবেন? তখন জানানো হয়, বিরোধী দলীয় উপনেতাও মন্ত্রীর মর্যাদাসম্পন্ন, তিনিও উপস্থিত থাকতে পারবেন।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার লিখিত অনুমোদনের মাধ্যমেই জরুরি অবস্থা ঘোষণা করা হবে এবং ওই বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে উপনেতার উপস্থিতি নিশ্চিত করতে হবে।