সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। গতকাল (২৩ ফেব্রুয়ারি) সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে ইলিয়াস হোসাইনের দেওয়া মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে একটি চ্যালেঞ্জ ছুঁড়েছেন। তবে এখন, সাংবাদিক ইলিয়াস পাল্টা চ্যালেঞ্জ করেছেন সোহেল তাজকে।
ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে সোহেল তাজের প্রতি সরাসরি অভিযোগ জানিয়ে লিখেছেন, ‘‘সোহেল তাজকে নিয়ে কালকে আমি একটা পোস্ট দেয়ার পর থেকে স্যারের গায়ে জ্বর চলে আসছে৷ ঘন্টায়-ঘন্টায় ফেইসবুক পোস্ট, সাংবাদিক ডেকে বক্তব্য দেয়াসহ নানা কিছু করে প্রমান করার চেষ্টা করে যাচ্ছেন উনি পিলখানার ঘটনার সাথে জ’রিত না৷ সোহেল তাজ চ্যা’লেঞ্জ জানিয়েছে, প্রমান করতে পারলে নাকে খ’ত দিবে৷ কিন্তু স্যার প্রমান করতে পারলে নাকে খত্ না সোজা লাল ঘর৷ আপনাকে বরং চ্যা’লেঞ্জ দিলাম আপনি পিলখানার ঘটনার সময় কোন দেশে গিয়েছিলেন সেই দেশের এ্যারাইভাল প্রমান দেখান৷ ঢাকা বিমানবন্দরে ডিপার্চার সিল নিলেই প্রমান হয় না আপনি বিদেশ গিয়েছিলেন৷ আপনি কোথায় ছিলেন সেই প্রমান এই খাতায় আছে৷ অতএব, স্যার বেশি উত্তেজিত না হয়ে পাসপোর্ট নিয়ে রেডি হন, শীগ্রই কমিশনের ডাক পাবেন৷ আপাতত আপনার দেশের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, বিমানবন্দরে খোঁজ নিয়ে দেখতে পারেন৷’’
এ বিষয়ে সোহেল তাজ তার পোস্টে ইলিয়াসকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, ‘‘এ বিষয়ে আমার চ্যালেঞ্জ- প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব জানিয়ে তিনি আরো লিখেন, ‘তখন এ সব মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি যে, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। আমার ফেইসবুক পোস্ট (১৮/০৮/২০২৪): সত্য বের হয়ে আসবে- ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ৫৭ জন সেনা অফিসারসহ ৭৩ জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা “Justice” পায় আমি যেকোনো পুনর্তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত।’
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, ‘আমার ফেসবুক পোস্ট (১৫/০৮/২০২৪): সত্য বলার সময় এসেছে- সত্যিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান (honor) আর মর্যাদা (dignity) এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশে বলব- এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম, আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ গুলো বলতে চাই।’
সবশেষে তিনি লিখেন, ‘আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশে বলব- don’t worry এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসব না- আপনারাই যথেষ্ট।’’’
এ মুহূর্তে সোহেল তাজের এবং ইলিয়াস হোসাইনের এই তর্ক-বিতর্ক এক নতুন মোড় নিয়েছে, এবং মনে হচ্ছে এটি ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করবে।
শেষ পর্যন্ত কে নিজের বক্তব্য প্রমাণ করতে পারে তা-ই এখন দেখার বিষয়।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd