ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। তবে, এদিনের আয়োজন ছিল ব্যতিক্রমধর্মী। সূর্যসেন হল সংলগ্ন এলাকায় বিকেল ৪টার পর দেখা যায়, এক ভিন্নধর্মী দৃশ্য। শিক্ষার্থীদের ইফতার প্যাকেটের সাথে দেওয়া হচ্ছে ৫০০ টাকার নোট।
জানা যায়, তুরস্কের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টিকা’-এর সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন তুরস্কের এক ভদ্রলোক, যিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে টাকা বিতরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ইফতার ও টাকার প্যাকেট সংগ্রহ করছেন। তাদের মুখে ছিল আনন্দের ঝিলিক।
এদিন প্রায় ১৫০০ শিক্ষার্থীর জন্য বিশেষ ইফতারের আয়োজন করা হয়। ইফতারের মেনুতে ছিল ভিন্নধর্মী আইটেম, যা অন্যদিনের তুলনায় ছিল বেশ ব্যতিক্রম।
এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লেখেন, “শিবিরের ইফতার প্রোগ্রামে আজ শুধু ইফতারি নয়, তুর্কি মেহমান ৫০০ টাকা করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবার সেরা রমজান!”
আরেকজন শিক্ষার্থী, সুলতান আরেফিন, বলেন, “তুরস্কের সংস্থা টিকার সহায়তায় আজকের ইফতার ছিল অত্যন্ত স্পেশাল। ঈদের শুভেচ্ছা হিসেবে আমাদের হাতে ৫০০ টাকা তুলে দিয়েছেন তুর্কি অতিথি। এমন অভিজ্ঞতা সত্যিই অনন্য।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ইফতার বিতরণ এর এই বিশেষ আয়োজন ঢাবির শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেছে। রমজান মাসে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে এক ভিন্ন অনুভূতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে।