
এদেশে এবছর সমাজসেবায় কোনো ব্যক্তি একুশে পদক পাইলে সেটা শায়খ আহমাদুল্লাহর হক! কিছুদিন আগে ভারত যখন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছিলো ইউনুস সরকার হন্তদন্ত হয়ে
হুজুর দের ডাকলো চিন্ময়ের ঘটনায় এড. সাইফুল হত্যার ঘটনায় সবাই হুজুরদের শরণাপন্ন হলো। মানুষকে বুঝাইতে, শান্ত রাখতে।
জুলাই আন্দোলন হুজুরদের কথা আলাদা করে বললাম না। এবার খাস করে আসি আস সুন্নাহ ফাউন্ডেশনের আলাপে। আহতরা আন্দোলন করে যেখানে সরকারের সহায়তা পাচ্ছেনা, সেখানে
নিজে থেকে গিয়ে ১৪৬৯ জন আহতকে যথাসাধ্য চিকিৎসা সহায়তা দিয়ে আসলো আস-সুন্নাহ ফাউন্ডেশন।
.
৩শ শহিদ পরিবারকে টাকা দিলো এক লাখ করে।
.
বন্যার সময়ের আস সুন্নাহ ফাউন্ডেশনের অবদানের কথা সারা দেশ জানে। প্রায় প্রতিটা মানুষ জানে।
.
শতকোটি টাকার কারবার। বন্যাকালীন ত্রান, উদ্ধার কার্যক্রম, বন্যা পরবর্তী বন্যাদুর্গতদের ঘর করে দেওয়া, আটো রিকশা কিনে দেওয়া থেকে নিয়ে যা করে দেখাইছে আস সুন্নাহ ফাউন্ডেশন, আমার জন্মে এরকম কোনো সমাজসেবামূলক কর্মকাণ্ড এখনও দেখিনি।
.
তাছাড়া বৃক্ষরোপণ, সাবলম্বী প্রজেক্ট, শীতবস্ত্র সমাজসেবার প্রতিটা সেক্টরে আস সুন্নাহকে পাওয়া যাবে।
.
দেখলাম, একুশে পদক ২০২৫ দেয়া হচ্ছে।।
১২টা ক্যাটাগরির মধ্যে সমাজসেবাও আছে।
.
খেলাধূলায় নারী ফুটবল দলকে মনে রাখলেও সমাজসেবায়
কিন্তু শায়খ আহমাদুল্লাহ্ বা আস সুন্নাহ ফাউন্ডেশনকে কেউ মনে রাখেনাই।
.
এটা কোন এনজিও সংগঠনের কাজ না। সরকারি পুরস্কার। সরকারি সম্মাননা। পদে পদে যে হুজুরদের কে সাথে পায় সরকার, তাদের কোন কাজের স্বীকৃতি দিতে রাষ্ট্রের একেমন দ্বিচারিতা?
.
কেউ এসে বলবেন না, এটা পাওয়া না পাওয়ায় শায়খ আহমাদুল্লাহ সাহেবের কিইবা আসে যায়।
যে দেশ আর দেশের মানুষকে ভালোবেসে হুজুররা এতকিছু উৎসর্গ করেন, সে দেশে হুজুরদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে। নাহলে কয়েক বছর পর এসে কোন সেক্যু নাস্তিক বলে বসবে, দেশের জন্য হুজুররা কি করছে?
.
এদেশে এবছর সমাজসেবায় কোনো ব্যক্তি একুশে পদক পাইলে সেটা শায়খ আহমাদুল্লাহর হক।
.
কথা বলেন। প্রতিবাদ করেন। ধর্মমন্ত্রীর কানে খবর দেন। মিডিয়া রিচ করেন। সেলেব্রিটিরা সহায়তা করেন।
.
আর আজকে শুক্রবার। দরূদ পড়তে ভুলবেন না।
আল্ল-হুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd
Leave a Reply