নজরুল বিশ্ববিদ্যালয়ে মহানবী (সাঃ) কে অবমাননা ও ধর্মীয় অনূভুতিতে আঘাত,তদন্তে ৬ সদস্যের কমিটি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

নজরুল বিশ্ববিদ্যালয়ে মহানবী (সাঃ) কে অবমাননা ও ধর্মীয় অনূভুতিতে আঘাত,তদন্তে ৬ সদস্যের কমিটি

মাহমুদা নাইমা (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

মাহমুদা নাইমা
জাককানইবি প্রতিনিধি

সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ উঠেছে।যার সত্যতা খতিয়ে দেখতে ৬ সদস্যের
তদন্ত কিমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৫ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক অফিস আদেশে ছয় সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে।

অন্যান্য সদস্যরা হলেন—বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক বাকীবিল্লাহ, সহকারী প্রক্টর আলিম মিয়া এবং তরিকুল ইসলাম জনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বিভাগটির কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, দাবি করা হয় নিজেকে সৃষ্টিকর্তা (গড) বলে,ফিল্ম জোনকে মক্কা ‘শরীফ’ হিসেবে দাবি করা,ধর্মকে নিয়ে নানা অপ্রীতিকর মন্তব্য,সালমের বিপরীতে গালি দেওয়া,সামাজিক যোগাযোগ মাধ্যমে জেন্ডারের জায়গায় নিজেকে ‘গড’ উল্লেখ করা, সহপাঠীদের মাদক সেবনে প্ররোচিত করা সহ একাধিক অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টি সামনে আসার পর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দেন প্রক্টর অফিসে। একইসাথে অভিযুক্তদের সামাজিকভাবে বয়কট করার ডাক দেন তারা।

এদিকে,অভিযোগের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে,শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করেছে বলে মনে করছে শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT