ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক ছুঁলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবে অনুষ্ঠিত সুপার কাপ ফাইনালে আল-আহলির বিপক্ষে আল-নাসরের জার্সিতে শততম গোল পূর্ণ করে তিনি ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবে একশ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন।
শনিবার (২৩ আগস্ট) জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এর মাধ্যমে মাত্র ১০৭ ম্যাচে আল-নাসরের হয়ে শততম গোল পূর্ণ করলেন তিনি। যদিও ম্যাচটি ২–২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে আল-আহলি ৫–৩ গোলে জয় পায়, রোনালদোর এই ব্যক্তিগত সাফল্য বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অসাধারণ অধ্যায় হয়ে থাকল।
রোনালদোর ক্যারিয়ারের গোল রেকর্ড ফুটবল ইতিহাসে বিরল। রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল এবং জুভেন্টাসের হয়ে ১০১ গোল। আর এখন আল-নাসরের হয়ে পূর্ণ হলো শততম গোল। এর বাইরে জাতীয় দলের জার্সিতে পর্তুগালের হয়ে তার গোল সংখ্যা ১৩৮, যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।
ক্লাব | গোল সংখ্যা |
---|---|
রিয়াল মাদ্রিদ | ৪৫০ গোল |
ম্যানচেস্টার ইউনাইটেড | ১৪৫ গোল |
জুভেন্টাস | ১০১ গোল |
আল-নাসর | ১০০ গোল (১০৭ ম্যাচে) |
সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর মোট গোল এখন দাঁড়িয়েছে ৯৩৯-এ। অর্থাৎ হাজার গোলের মাইলফলক থেকে তিনি আর মাত্র কয়েক ধাপ দূরে। বয়স ৪০ ছুঁলেও গোল করার ক্ষুধা ও ধারাবাহিকতায় তিনি এখনও বিশ্ব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র।
রোনালদোর এই রেকর্ড প্রমাণ করল তার দীর্ঘ ক্যারিয়ারে অনন্য ধারাবাহিকতা। ভিন্ন ভিন্ন লিগ, ভিন্ন ক্লাব ও ভিন্ন পরিবেশে একশ বা তার বেশি গোল করা একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি ফুটবল ইতিহাসে অদ্বিতীয় হয়ে রইলেন।