কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা খালেদা জিয়ার মৃত্যু কি ‘স্লো পয়জনিং’? বিস্ফোরক অভিযোগ জানালেন ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার নিয়ে হাইকমিশন–ইমিগ্রেশনের উচ্চপর্যায়ের বৈঠক যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন গ্রন্থের মোড়ক উম্মোচন, ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের গুণী ব্যক্তি, দেশের সম্পদ: বিচারপতি মোহাম্মদ ইমান আলী

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

‎শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর আগামী এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাইদুল হাসান।

রোববার (১৮ জানুয়ারি) সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও সোশ্যাল মিডিয়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিফা, সমাজসেবা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মদ, প্রকাশনা সম্পাদক ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন এবং পাঠচক্র পরিচালক আরিফ ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারী রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।

সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, “প্রথমেই মহান স্রষ্টার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর যাত্রার সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে পাটাতন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই যাত্রায় সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”

সভাপতি হান্নানুল আলম বলেন, “পাটাতন মূলত একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে জাগরণ সৃষ্টি করা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা। গত এক বছরে পাটাতন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমকালীন সংকট নিয়ে পাঠচক্র এবং জুলাই স্মরণে স্মৃতিমিনারের নকশা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল কার্যক্রম পরিচালনা করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বন্যা। সেই সংকটময় সময়ে পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে, আর সেই যাত্রায় পাটাতন থাকবে চিন্তা, চেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির এক সচেতন সহযাত্রী।”

উল্লেখ্য, ‘মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে’—এই প্রতিপাদ্যে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে সুবিবেচক ও সচেতন নাগরিক গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT