নোটিশ:
শিরোনামঃ
ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

দুবাইগামী বিমান বাংলাদেশ ফ্লাইটের ভারতে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে
দুবাইগামী বিমান বাংলাদেশ ফ্লাইটের ভারতে জরুরি অবতরণ
বাংলাদেশ বিমানের ভারতে জরুরি অবতরণ, ছবি: সংগৃহীত

দুবাইগামী বিমান বাংলাদেশ ফ্লাইটের ভারতে জরুরি অবতরণ করনো হয়েছে।  ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে, কারণ উড়োজাহাজের কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত করা হয়েছিল। তবে সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষার পর কোনো আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি, কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন।

ফ্লাইট BG 347, যাতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন, সেটি বুধবার রাত ১০:৪৫ টায় ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যখন পূর্ণাঙ্গ জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এক কর্মকর্তা জানান।

“পাইলট আগুনের অ্যালার্মের সংকেত পান, এরপর তিনি এয়ারপোর্ট অপারেশনস কন্ট্রোল সেন্টার (AOCC)-কে অবহিত করেন। একই সঙ্গে সিস্টেম অপারেশনস কমান্ড সেন্টার (SOCC)-কেও সতর্ক করা হয়। এরপর ফ্লাইটটি নাগপুরে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়,” তিনি বলেন।

সীমান্ত উত্তেজনা: অস্বস্তি না বাড়ানোর বার্তা নয়াদিল্লিকে দেবে ঢাকা

“বিমানটিকে আইসোলেশন বে-তে নেওয়া হয় এবং যাত্রীদের ও ক্রু সদস্যদের নিরাপদে নামানো হয়। পেছনের কার্গো হোল্ড থেকে মালামাল নামানো হয় এবং MIL ফায়ার স্টাফ উড়োজাহাজের হোল্ডের ভিজুয়াল পরিদর্শন করেন। তবে আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। উড়োজাহাজটি এভিয়েশন মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিং (AME) কর্মীরাও পরীক্ষা করেন,” কর্মকর্তা যোগ করেন।

তিনি আরও জানান, যাত্রীরা সন্ধ্যায় আরেকটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নাগপুর থেকে দুবাই রওনা দেবেন।

ভুক্তভোগী যাত্রীরা বিমানবন্দরে ঠিকমতো খাবার পাননি বলে অভিযোগ করেন, মানবেতর অবস্থায় সেখানে নারী-শিশুসহ অবস্থান করতে হয়।

এদিকে বিমান সূত্রে জানা গেছে, যাত্রীদের একজনের কাছে পাওয়ার ব্যাংক থাকায় বিমানে জরুরি সাইরেন বেজে ওঠে।

Follow Us On Facebook Page

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT