বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার ব্যাংক হিসাব ও কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত কিউএস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল শেকৃবি

বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার ব্যাংক হিসাব ও কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৮ বার দেখা হয়েছে

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির তদন্তে নতুন অগ্রগতি। তার নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা চার লাখ ৩০ হাজার ডলারের আবাসিক ও বাণিজ্যিক স্পেস জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদন জানিয়ে উল্লেখ করেন, বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব স্থাবর-অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ ও জব্দ করা জরুরি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা ও তাহসীন রাইসার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে দুদক। মামলায় বলা হয়, সাবেক আইজিপি বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জার নামে রয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ। বড় মেয়ে ফারহীন রিশতা ৮ কোটি ৭৫ লাখ টাকা এবং মেজ মেয়ে তাহসীন রাইসা ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT