বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আজ শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টায় বিসিবি বোর্ড পরিচালকদের এক জরুরি সভায় তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।
বিশ্বস্ত সূত্র জানায়, এই সভায় সভাপতিত্ব করবেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সভায় প্রথমে বুলবুলকে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে গ্রহণ করা হবে। এরপর পরিচালকদের ভোটে তাকে বিসিবির নতুন সভাপতি ঘোষণা করা হবে। জানা গেছে, সংখ্যাগরিষ্ঠ পরিচালকই বুলবুলের পক্ষে ভোট দেবেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইসঙ্গে আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দিয়ে নতুন আরেকটি চিঠি পাঠানো হয়।
এ ঘটনার পর ফারুক আহমেদ বলেছেন, তাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে এবং তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। ফারুক দাবি করেছেন, তিনি আইসিসি সভাপতি জয় শাহ ও কয়েকজন পরিচালককে বিষয়টি জানিয়েছেন। তার বিশ্বাস, আইসিসি দ্রুত ব্যবস্থা নেবে।
এদিকে, দেশ ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে ফারুক আহমেদ যমুনা টেলিভিশনকে জানান, “আমি চুরি করিনি যে পালাবো। আমি দেশেই আছি।” তিনি আরও জানিয়েছেন, আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করবেন।
প্রসঙ্গত, বিসিবির বর্তমান নিয়ম অনুযায়ী, সভাপতি হতে হলে কাউন্সিলর এবং পরিচালক দুটো পদেই থাকতে হয়। বুলবুল এরইমধ্যে ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়েছেন এবং আজকের সভার আগে পরিচালক পদেও প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এরপর পরিচালকদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি বিসিবির নতুন সভাপতি হবেন।
বুলবুল আগেই জানিয়েছেন, তিনি স্থায়ীভাবে দায়িত্ব নিতে চান না। কেবল বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থেকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেই বিদায় নিতে চান। উল্লেখ্য, বিসিবির নির্বাচন অক্টোবর মাসে হওয়ার কথা রয়েছে।