নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে উত্তেজনা: আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ভারতের গৃহীত সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের বেরোবিতে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আধুনিক কৃষি: টেকসই কৃষি পদ্ধতিতে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ সালাতুল ইস্তিসকার আয়োজন করলে চাপ আসত ভারত থেকে যেকোনো মুহূর্তে ভারতের হামলার আশঙ্কা, প্রস্তুত পাকিস্তান দাবানলে জ্বলছে ইসরায়েল, বন্ধ জেরুজালেমের পথ মৃত্যুর মুখে শৈশবের শিক্ষা: ‘কালেমা’ পাঠে বাঁচলেন অধ্যাপক ও পরিবার নির্বাচনের প্রস্তুতিতে ইসি, কারো দিকে তাকিয়ে নয়: সিইসি ঐক্যের পথে শীর্ষ ইসলামী দলগুলো

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশে দেখা মিলবে অসাধারণ মহাজাগতিক দৃশ্য

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে
মহাজাগতিক দৃশ্য, ফেব্রুয়ারির আকাশ,গ্রহ পর্যবেক্ষণ, শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, ইউরেনাস, নেপচুন, ওরিয়ন তারকাপুঞ্জ, বিটেলগেউস, সিরিয়াস, আর্কটুরাস, টাওরাস, তারামণ্ডল, রাতের আকাশ, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, স্কাই ম্যাপস, গ্রামাঞ্চলের আকাশ, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, রাতের মহাজাগতিক দৃশ্য, নক্ষত্র পর্যবেক্ষণ

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আকাশ তুলনামূলকভাবে আরও পরিষ্কার থাকবে, বিশেষ করে গ্রামাঞ্চলে তারার উপস্থিতি বাড়বে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত আকাশে নানা মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে।

২২ ফেব্রুয়ারি:

সন্ধ্যার পর থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত শুক্র গ্রহ স্পষ্টভাবে দেখা যাবে। রাত ৩টা ৫৪ মিনিট পর্যন্ত মঙ্গল ও রাত ১টা ১১ মিনিট পর্যন্ত বৃহস্পতি দৃশ্যমান থাকবে। শনি ও ইউরেনাসও আকাশে থাকলেও সেগুলো দেখতে কিছুটা কষ্ট হবে। নেপচুন সন্ধ্যা ৭টা ৪৪ মিনিট পর্যন্ত ধরা দিলেও তা দেখা বেশ কঠিন হবে। রাত ১১টা ৬ মিনিটে ওরিয়ন তারকাপুঞ্জের উজ্জ্বল তারা বিটেলগেউস ও কিছু দূরে লুব্ধক বা সিরিয়াসের অবস্থান থাকবে।

২৩ ফেব্রুয়ারি:

রাত ৮টা ৩০ মিনিটে আকাশের মাঝখানে উজ্জ্বলভাবে শুক্র গ্রহ অবস্থান করবে। দিবাগত রাত ১টা ৭ মিনিটে বৃহস্পতি ও ৩টা ৫০ মিনিটে মঙ্গল মধ্য আকাশে দৃশ্যমান হবে।

২৪ ফেব্রুয়ারি:

এদিন স্পষ্টভাবে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ দেখা যাবে।

২৫ ফেব্রুয়ারি:

রাত ৮টার পর শুক্র, মঙ্গল ও বৃহস্পতিকে মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখা যাবে। রাত ১১টা ৬ মিনিটে বৃহস্পতির ঠিক ওপরে মঙ্গলের অবস্থান থাকবে।

২৬ ফেব্রুয়ারি:

পশ্চিম আকাশে দিবাগত রাত ৩টা ৩৮ মিনিট পর্যন্ত স্পষ্টভাবে মঙ্গল গ্রহ দৃশ্যমান থাকবে। রাত ৮টা ৪৭ মিনিটে এটি মধ্য আকাশে অবস্থান নেবে।

২৭ ফেব্রুয়ারি:

রাত ১১টা ৬ মিনিটে পূর্ব আকাশে উজ্জ্বল তারকা আর্কটুরাস ও দক্ষিণ-পশ্চিম আকাশে সিরিয়াস দৃশ্যমান হবে।

২৮ ফেব্রুয়ারি:

রাত ৯টায় মঙ্গল গ্রহ উত্তর আকাশে ও ৮টা ৩০ মিনিটে বৃহস্পতি উত্তর-পশ্চিম আকাশে থাকবে। রাত ১১টার পর পশ্চিম আকাশে টাওরাস ও বৃহস্পতির অবস্থান কাছাকাছি দেখা যাবে।

 

সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড

টেলিস্কোপ, স্কাই ম্যাপস

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT