চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে একমত হামাস–ইসরায়েল প্রবল প্রতিবাদের মুখেও শেষপর্যন্ত ঢাকায় চালু হলো জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে
গ্রহাণু ‘২০২৪ ওয়াইআর৪’

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ‘২০২৪ ওয়াইআর৪’ নামের একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। প্রায় ২০০ ফুট চওড়া এই গ্রহাণুটি ২০৩২ সালে পৃথিবীর কাছাকাছি আসবে। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, এটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।

নাসার গ্রহ প্রতিরক্ষা দলের গবেষকরা জানিয়েছেন, শুরুতে গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা প্রায় ৩ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে হয়েছে মাত্র ০.২৮ শতাংশ। যদিও পৃথিবীর জন্য আশঙ্কা কমেছে, তবে চাঁদের সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। আগে এই আশঙ্কা শূন্য থাকলেও এখন প্রায় ১ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে নাসা।

যেহেতু গ্রহাণুটি আকারে বড়, তাই এটি পৃথিবীতে আঘাত হানলে বড় ধরনের ক্ষতি হতে পারত। ফলে বিজ্ঞানীরা এর গতিপথ নিয়মিত পর্যবেক্ষণ করছেন। ২০২৪ সালে নাসার সেন্টার ফর নেওয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ জানায়, এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ছিল ২.৬ শতাংশ। তবে সাম্প্রতিক বিশ্লেষণে সেই হার কমে মাত্র ১.২ শতাংশ হয়েছে।

নাসার পূর্বাভাস অনুযায়ী, ২০৩২ সালের ডিসেম্বরে গ্রহাণুটি পৃথিবীর মাত্র ৬৬ হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করবে। যদিও এটি পৃথিবীতে আঘাত হানবে না, তবে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, ২০২৮ সালের আগে আবারও গ্রহাণুটির গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT