মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে তাঁর বসতঘরের একটি অংশ পুড়ে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, মানবেন্দ্র ঘোষ সম্প্রতি পয়লা বৈশাখ উপলক্ষে একটি বাঘের মোটিফ তৈরি করেন, যা ঢাকায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত হওয়ার কথা ছিল। তবে স্থানীয়ভাবে গুজব ছড়ায়, তিনি নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি নির্মাণ করেছেন। ধারণা করা হচ্ছে, এই ভুল তথ্যের জেরেই তাঁর বাড়িতে হামলা হয়।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, “আমি শুধুমাত্র একটি বাঘের মোটিফ তৈরি করেছি, যা আমাদের লোকজ সংস্কৃতির প্রতীক। এতে কোনো রাজনৈতিক বার্তা বা ব্যক্তিত্ব উপস্থাপনের উদ্দেশ্য ছিল না। এখন আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছে। আমি দ্রুত সরকারি সহায়তা ও সুরক্ষা কামনা করছি।”
ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য, চিত্রশিল্পীর বাড়িটি একই এলাকায় অবস্থান করছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির কাছাকাছি। ফলে রাজনৈতিক উত্তেজনা বা গুজবের কারণে এমন হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
সংস্কৃতি অঙ্গনের অনেকে এই ঘটনাকে মতপ্রকাশ ও শিল্পচর্চার স্বাধীনতার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন। তাঁরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।