আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা খালেদা জিয়ার মৃত্যু কি ‘স্লো পয়জনিং’? বিস্ফোরক অভিযোগ জানালেন ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অধিকার নিয়ে হাইকমিশন–ইমিগ্রেশনের উচ্চপর্যায়ের বৈঠক যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১০ বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন গ্রন্থের মোড়ক উম্মোচন, ব‍্যারিস্টার নাজির আহমদ সমাজের গুণী ব্যক্তি, দেশের সম্পদ: বিচারপতি মোহাম্মদ ইমান আলী

আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকায় একটি হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের গোপনে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে অন্তত ১০টি মোবাইল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। মাদরাসা প্রাঙ্গণে প্রকাশ্যে মোবাইল ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গোপালদীর রামচন্দ্রদী হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মাদরাসার একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ হাতুড়ি দিয়ে মোবাইল ফোনগুলো ভেঙে দেন।

ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধভাবে রাখা মোবাইল ফোন একে একে ভাঙা হচ্ছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ বলেন, “মাদরাসার নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কেউ মোবাইলসহ ধরা পড়লে মোবাইল ভেঙে ফেলা এবং শিক্ষার্থীকে বহিষ্কারের বিধান রয়েছে। ভর্তির সময়ই এসব নিয়ম অভিভাবকদের স্পষ্টভাবে জানানো হয়।”

তিনি আরও জানান, এর আগেও কয়েক দফা শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছিল। সে সময় অভিভাবকদের জানানো হলে তারা মোবাইল ভেঙে ফেলার বিষয়ে সম্মতি দেন।

মাদরাসার সভাপতি মো. মুছা মিয়া বলেন, “বিষয়টি নিয়ে আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি রেজুলেশন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন। তবে ঘটনাটি পর্যালোচনার জন্য আগামী শনিবার একটি সভা ডাকা হয়েছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT