জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে গঠিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগের অধ্যাদেশে আনা ১১টি সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সংশোধনীতে বলা হয়েছে, নতুন কাঠামোয় শীর্ষ পদগুলোতে নির্দিষ্ট কোনো ক্যাডারের পরিবর্তে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা ব্যবস্থাপনায় অভিজ্ঞ কর্মকর্তারা এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে রাজস্ব আহরণে অভিজ্ঞ কর্মকর্তারা নিয়োগের যোগ্য হবেন।
এছাড়া আয়কর নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য, শুল্ক ও ভ্যাট নীতি সংক্রান্ত পদগুলোতে এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক পদগুলোতে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের বিধান রাখা হয়েছে।
এর আগে গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে সরকার নতুন অধ্যাদেশ জারি করে। এরপর থেকে এনবিআরের কর্মকর্তারা শীর্ষ পদে প্রশাসন ক্যাডার নয়, বরং কর ও শুল্ক-আবগারি ক্যাডারের অভিজ্ঞদের নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি ও কলম বিরতিসহ নানা আন্দোলন চালান। এ সময় চাকরির বিধি ভঙ্গের কারণে ২০ জনেরও বেশি কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।
তবে সাম্প্রতিক সংশোধন অনুমোদনের মাধ্যমে এনবিআর সংস্কার নিয়ে কয়েক মাস ধরে চলা মতবিরোধের সমাধান হয়েছে বলে মনে করা হচ্ছে।