সাইবার ৭১ এর পর এবার স্যাটায়ার পেজ আনোয়ার টিভির মেইন পেজ হ্যাকড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

সাইবার ৭১ এর পর এবার স্যাটায়ার পেজ আনোয়ার টিভির মেইন পেজ হ্যাকড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে
Anwar tv hacked by silent takeover.
যমুনা টিভির অনুকরণে তৈরি স্যাটায়ার পেজ আনোয়ার টিভি (Anwar Tv)

সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা গ্রুপ সাইবার ৭১ (Cyber 71) এর ফেসবুক পেজ ১৬ তারিখ রাতে পূর্ব ঘোষণা দিয়ে হ্যাক করে সাইলেন্ট টেকওভার (Silent Takeover) নামে নতুন আত্মপকাশকারী একটি হ্যাকার গ্রুপ। এর পরই আবার ঘোষণা দিয়ে আজ তারা হ্যাক করে যমুনা টিভির অনুকরণে তৈরি চার লাখ উনসত্তর হাজার ফলোয়ার যুক্ত স্যাটায়ার পেজ আনোয়ার টিভির (Anwar Tv) মেইন পেজ। যথেস্ট শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এসব পেজ হ্যাক হওয়ায় ফেসবুক মেটার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আনোয়ার টিভির অ্যাডমিন জাবের আহমেদের জানান, ফেসবুক কোনো ধরনের ভেরিফিকেশন প্রক্রিয়া ছাড়াই অন্যকে পেজের পূর্ণ এক্সেস দিয়ে দেয়ায় তিনি বিস্মিত হয়েছেন। এ ঘটনায় কোনো একাউন্টে প্রবেশ, ফোনে কোড আসা কিংবা অতিরিক্ত তথ্য চাওয়ার মতো সাধারণ প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। হঠাৎ করেই সব এক্সেস সরাসরি অন্যজনের হাতে চলে গেছে বলে তিনি উল্লেখ করেন।

উক্ত ঘটনায় ভারতীয় একটি চক্র মেটার ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে অর্থের বিনিময়ে সরাসরি পেজগুলোর বিজনেস ম্যানেজার এক্সেস নিয়ে কম্প্রোমাইজ করছে বলে অভিযোগ করেন সাইবার ৭১ এর পরিচালক আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, খেয়াল করলে দেখা যায়—যেসব সংগঠন বা পেজ দীর্ঘদিন ধরে ভারতবিরোধী অবস্থান নিয়ে কাজ করছে এবং কেবল বাংলাদেশের স্বার্থ নিয়েই সরব, মূলত সেসব প্ল্যাটফর্মকেই টার্গেট করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় দেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলোর আদলে তৈরি লোগো এবং ফটোকার্ড ব্যবহার করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বেশ কিছু স্যাটায়ার পেজ। তাদের মধ্যে আনোয়ার টিভির জনপ্রিয়তা ছিল শীর্ষে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT