গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল হামলার শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির সামনে যুবদল ও ছাত্রদলের নেতারা তার ওপর এ হামলা চালায়।
আহত জুয়েল উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে। প্রাথমিকভাবে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেওয়া হয়।
ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি একটি মামলায়। কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত বিচার আইনের আওতায় বেল্লাল শেখসহ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং রিপোর্টে বেল্লালকে ‘যুবলীগ কর্মী’ হিসেবে উল্লেখ করা হয়। তবে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতারা দাবি করেন, বেল্লাল ছাত্রদল নেতা। এ বিষয়েই ক্ষিপ্ত হয়ে তারা সাংবাদিক জুয়েলের ওপর হামলা চালায়।
জুয়েলের ভাই জামাল শেখ জানান, সাংবাদিকতা শুরু করার আগে তিনি বিমান বাহিনীতে চাকরি করতেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত হওয়ায় তার চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।
হামলার বিষয়ে জুয়েল অভিযোগ করে বলেন, “আমি শুধু মামলার তথ্য অনুযায়ী সংবাদ প্রকাশ করেছি। সেই কারণেই উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনেই আমাকে মারধর করা হয়েছে।” তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।