
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। বাকি ১৬ জন এখনো পলাতক রয়েছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, মামলায় মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। কারাগারে থাকা ২২ আসামির পক্ষে লিগ্যাল এইড অফিস থেকে পরবর্তী তারিখে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবন ও আশপাশের এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল সাড়ে ৮টা থেকে আদালতের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হয়। টেরিবাজার, লালদীঘির পাড়, জেল রোড, কোতোয়ালী মোড়, জহুর হকার মার্কেট, হাজারী গলি ও কে সি দে রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনীর একটি টহল দলও আদালত এলাকায় অবস্থান নেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের মধ্যেই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে ৩১ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হলেও তদন্তে নতুন করে সংশ্লিষ্টতা পাওয়ায় চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও কয়েকজনকে যুক্ত করে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৫ আগস্ট আদালত চার্জশিট গ্রহণ করেন এবং চলতি মাসের ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।