বাংলাদেশি গবেষকের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাকা টমেটো শনাক্তের প্রযুক্তি পেল আন্তর্জাতিক স্বীকৃতি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ আওয়ামী কর্মীদের নাশকতা—বিভিন্ন স্থানে আগুন–বিস্ফোরণ ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি

বাংলাদেশি গবেষকের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাকা টমেটো শনাক্তের প্রযুক্তি পেল আন্তর্জাতিক স্বীকৃতি

এম এম জাকারিয়া খাঁন মুরাদ, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. শাহিনুর আলম দেশের কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে যুগান্তকারী এক উদ্ভাবন করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত গবেষণা দলের মাধ্যমে গ্রীনহাউস পরিবেশে পাকা টমেটো শনাক্ত ও অবস্থান নির্ধারণে পাঁচটি ভিন্ন Keras ভিত্তিক ডিপ লার্নিং মডেল তৈরি করা হয়েছে।

এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা Elsevier-এর Journal of Agriculture and Food Research-এর ২০২৫ সালের অক্টোবর সংখ্যায় (Volume 23) প্রকাশিত হয়েছে। প্রবন্ধের শিরোনাম: “Detection and localization of ripe tomato in greenhouse environment using Keras-based deep learning models.”

গবেষণা দলে শাহিনুর আলমের সঙ্গে ছিলেন অধ্যাপক ড. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তারা যৌথভাবে এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা গ্রীনহাউসের অভ্যন্তরের ছবি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে পাকা টমেটো শনাক্ত করতে পারে এবং সেগুলোর অবস্থান নির্দেশ করে। এর ফলে কৃষক সহজেই ফলন সংগ্রহের উপযুক্ত সময় নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টমেটো উত্তোলনও সম্ভব হবে, যা সময়, শ্রম ও খরচ কমাবে, এবং অপরিপক্ব টমেটো তোলার ঝুঁকি হ্রাস করবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্ভাবন বাংলাদেশের স্মার্ট কৃষি (Smart Farming) যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কৃষিকে আরও আধুনিক, টেকসই ও বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলবে।

মো. শাহিনুর আলম বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বলেন, “এই গবেষণা স্বল্পমূল্যের স্বয়ংক্রিয় ফসল উত্তোলন ব্যবস্থা বা হারভেস্টিং রোবট উদ্ভাবনের একটি প্রাথমিক ধাপ। আমরা কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের ‘Smart Agriculture Lab’-এ এ নিয়ে আরও গবেষণা চালিয়ে যাচ্ছি। আশা করি অদূর ভবিষ্যতে আমরা সফল হবো।”

এই অর্জনে ভূরুঙ্গামারীজুড়ে বইছে গর্বের হাওয়া। স্থানীয় বাসিন্দারা বলেন, “শাহিনুর আলম আমাদের এলাকার গর্ব। সে বাংলাদেশের নাম আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT