চট্টগ্রামের রাউজান উপজেলার আব্দুল হামিদ (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আল-সদর কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। তিনি গত জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন। মৃত প্রবাসীর স্ত্রী কোহিনুর আক্তার জানান, তার সঙ্গে স্বামী মাত্র দুইবারই ফোনে কথা বলতে পেরেছেন।
পারিবারিক সূত্রের খবর, আব্দুল হামিদ ২১ এপ্রিল গ্রেপ্তার হন এবং ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। কোহিনুর আক্তার জানিয়েছেন, প্রথমে কারাগারে থাকা অন্যান্য বন্দিরা পরিবারের সঙ্গে ফোনে আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন, পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার রাষ্ট্রীয়ভাবে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। দূতাবাস জানায়, পুলিশ প্রতিবেদন ও মৃত্যু সনদ পাওয়া সাপেক্ষে মরদেহ ‘যথাযথ শিগগিরই’ দেশে পাঠানো হবে এবং পরবর্তী অগ্রগতি পরিবারকে জানানো হবে।
জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি এখনও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রবাসীদের বিরুদ্ধে অমানবিক বন্দিদশা এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কোহিনুর আক্তার বলেছেন, “মরদেহ যেন দ্রুত দেশে পাঠানো হয় — আমাদের সন্তানকে শেষ বিদায় দিতে চাই এখানে নয়, দেশে।”