পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাথরুমের ওপরের স্টোররুমে লুকিয়েছিলেন এক আওয়ামী লীগ নেতা। তবে শেষ পর্যন্ত তাকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পুলিশ ওই নেতার অবস্থান নিশ্চিত হয়ে তাকে নিচে নেমে আসতে বলছে। পুলিশের নির্দেশে তিনি স্টোররুমের ঢাকনা খুলে নিচে নামেন, এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
জানা গেছে, পুলিশ প্রথমে তার অবস্থান শনাক্ত করতে পারেনি। তবে বায়ুত্যাগের শব্দ শুনে লুকিয়ে থাকার জায়গা নিশ্চিত হয় এবং এরপরই তাকে আটক করা হয়। বায়ুত্যাগের শব্দে ধরা পড়লেন ঘটনাটি চট্টগ্রামের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ ছিল, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়। তবে তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে নিজ বাড়ির বাথরুমের ওপরের স্টোররুমে লুকিয়ে থাকেন। পুলিশ যখন তার সন্ধান পাচ্ছিল না, তখন হঠাৎ বায়ুত্যাগের শব্দ শুনে তার লুকিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর পুলিশ দ্রুত তাকে নিচে নামতে বলে এবং আটক করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা বায়ুত্যাগের শব্দে ধরা পড়লেন ঘটনাটি নিয়ে হাস্যরস করলেও পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করেছে। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।