মিডিয়া ছেড়েছেন শিশুশিল্পী লুবাবা, নেকাব পরেই চলবেন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মিডিয়া ছেড়েছেন শিশুশিল্পী লুবাবা, নেকাব পরেই চলবেন

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

সোশ্যাল মিডিয়ায় ‘পাকনা লুবাবা’ নামে পরিচিত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি ও শিশুশিল্পী সিমরিন লুবাবা আর মিডিয়ায় কাজ করবেন না। ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে তিনি নেকাব পরা শুরু করেছেন বলে জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম জেমি।

সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে উঠত শিশুশিল্পী লুবাবার নানা ভিডিও। বয়সের তুলনায় পরিপক্ক কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘পাকনা লুবাবা’ নামে। তবে বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে তাকে দেখা যাচ্ছিল না।

সম্প্রতি জানা গেছে, লুবাবা পুরোপুরি মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন এই শিশুশিল্পী।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বলেন,
‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে যে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।’

তিনি আরও জানান, ধর্মীয় অনুশীলনের মাধ্যমেই লুবাবার মধ্যে এই পরিবর্তন এসেছে।
‘লুবাবা নিয়মিত ধর্মীয় বই পড়ছে, হাদিস পড়ছে। কোরআন খতম দিয়েছে। এসব পড়াশোনা থেকেই সে মনে করেছে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে,’ বলেন জেমি।

আগামী পরিকল্পনার কথাও জানান তিনি। জেমির ভাষ্য অনুযায়ী, আগামী রমজানে লুবাবা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে ভবিষ্যতে কোনো ধরনের প্রচারণামূলক কাজে যুক্ত হলে সেসব কাজও নেকাব পরেই করবেন বলে জানান লুবাবার মা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT