
সোশ্যাল মিডিয়ার নিউজফিডে প্রায়ই ভেসে উঠত শিশুশিল্পী লুবাবার নানা ভিডিও। বয়সের তুলনায় পরিপক্ক কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘পাকনা লুবাবা’ নামে। তবে বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে তাকে দেখা যাচ্ছিল না।
সম্প্রতি জানা গেছে, লুবাবা পুরোপুরি মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নেকাব পরা শুরু করেছেন এই শিশুশিল্পী।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বলেন,
‘লুবাবার নিজেরই উপলব্ধি হয়েছে যে সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না বলেই নেকাব পরা শুরু করেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।’
তিনি আরও জানান, ধর্মীয় অনুশীলনের মাধ্যমেই লুবাবার মধ্যে এই পরিবর্তন এসেছে।
‘লুবাবা নিয়মিত ধর্মীয় বই পড়ছে, হাদিস পড়ছে। কোরআন খতম দিয়েছে। এসব পড়াশোনা থেকেই সে মনে করেছে জীবনধারায় পরিবর্তন আনবে। তাই নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে,’ বলেন জেমি।
আগামী পরিকল্পনার কথাও জানান তিনি। জেমির ভাষ্য অনুযায়ী, আগামী রমজানে লুবাবা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে ভবিষ্যতে কোনো ধরনের প্রচারণামূলক কাজে যুক্ত হলে সেসব কাজও নেকাব পরেই করবেন বলে জানান লুবাবার মা।